হৃদয়ে রয়েছে রিক্ত বেদনা
করিয়া রেখেছি যতন,
নাহিবা করিব বেদন গণনা
রাখিব মুক্তের মতন ।
করিয়া তোলপাড় তব মন
না হবে মোর রাত্রি যাপন,
কাটাইয়া দিনু কত সন
আসিলনা সে মধুর লগন ।
যে আশায় বাঁধিনু ঘর
হইলনা তা পুর্ণ,
তুমি আজ হয়ে গেলে পর
মন ভেঙ্গে হয় চূর্ণ ।
অবশেষে হতভাগা আমি
হারিয়ে তোমায়,
বলি, অস্তরযামী
তারে ফিরিয়ে দাও আমায় ।
জীবনে পেয়েছি শুধুই বেদনা
যাহা নাহি গোণা যায়,
তুমিই মোর হৃদয় কামনা
বেদনা পেয়েছি তাই ।
--বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শ্রী শনত্ কুমার সাহা
|