১ মার্চ চীনের সিনহুয়া বার্তা সংস্থা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কাজকর্ম বিষয়ক চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মতামত নামে একটি দলিল প্রকাশ করেছে । এই দলিলে গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কাজকর্ম জোরদার করা আর গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের গণতান্ত্রিক তত্ত্বাবধানের দায়িত্ব ত্বরান্বিত করার কথা জোরালোভাবে উল্লেখ করা হয়েছে ।
দলিলে বলা হয়েছে , চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান , যার মাধ্যমে চীনের রাজনৈতিক জীবনে সমাজতান্ত্রিক গণতন্ত্র সম্প্রসারিত করা হয় । চীনের বিভিন্ন স্তরের সরকার উচিত একাগ্রচিত্তে গণ রাজনৈতিক সম্মেলনের সমালোচনা ও প্রস্তাব শ্রবণ করা , সচেতনভাবে গণতান্ত্রিক তত্ত্বাবধান গ্রহণ করা এবং গণতান্ত্রিক তত্ত্বাবধানের ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা ।
|