১ মার্চ বিকেলে উত্তর কোরিয়ার কায়েসোং শহরে দক্ষিণ-উত্তরকোরিয়ার মধ্যে বুকওয়ান দায়েচেওপবি স্মৃতিফলকহস্তান্তরঅনুষ্ঠান হয়েছে । এ থেকে প্রমাণিত হয়েছে যে , জাপানের কেড়ে নেয়া বুকওয়ান দায়েচেওপবি কোরিয়ার হামিইয়োং দো প্রদেশের কিলচু জেলার আগের ঠিকানায় ফিরে যাবে ।
দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের একই দিনের খবরে প্রকাশ , দক্ষিণ কোরিয়ার ধ্বংসাবশেষ বিষয়ক বিভাগের প্রধান রিউ হিউং জুন প্রমুখ ১৫০ লোক এবং উত্তর কোরিয়ার বুকওয়ান দায়েচেওপবি ফেরত নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান কিম সেক হুয়ান প্রমুখ ব্যক্তিরা এই দিনের হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । রিউ হিউং জুন ভাষণে বরেছেন , হস্তান্তর অনুষ্ঠানের সুযোগে দক্ষিণ-উত্তর কোরিয়ার পুরাকীর্তিবিভাগের বৈঠক করা উচিত । যাতে পুরাকীর্তিক্ষেত্রে দুপক্ষের আদান প্রদান ও সহযোগিতা বাড়ানো যায় ।
উল্লেখ্য , ষষ্ঠ দশ শতাব্দীর শেষ দিকে কোরিয়া যে জাপানের আগ্রাসন হটিয়েছে তা স্মরণ করার জন্যে১৭০৯ সালে বুকওয়ান দায়েচেওপবি স্মৃতিফলকবসানো হয়েছে । ১৯০৫ সালে জাপানবাহিনী স্মৃতিফলকটি চুরি করে জাপানের ইয়াসুকুনি সমাধিতে বসিয়েছে ।
|