দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিয়ুন পয়লা মার্চ সিউলে বলেছেন, জাপান সরকারের ইতিহাসের ভুল মতাধিষ্ঠান দক্ষিণ কোরিয়া ও জাপানের সম্পর্ক উন্নয়নে বাধা দিয়েছে।
দক্ষিণ কোরিয়া সরকার আয়োজিত "পয়লা মার্চ আন্দোলনের" ৮৭ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, গত বছরে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ইতিহাস পাঠ্যবই ও দোকদো দ্বীপ ইত্যাদি সমস্যায় জাপান সরকারের মতাধিষ্ঠান পরিবর্তন হয়নি। তা দু'দেশের সম্পর্ক উন্নয়নে বাধা দিয়েছে। তিনি বলেছেন, জাপানের উচিত বিশ্বের মানদন্ড অনুসারে তাদের আক্রমণের ইতিহাসের ভুল স্বীকার করা ।
রোহ মু হিয়ুন আরো বলেছেন, দু'দেশের সম্পর্ক শান্ত করায় জাপানের মতাধিষ্ঠান গুরুত্বপূর্ণ। জাপান ইতিহাস সমস্যায় তাদের ভুল বিবেচনা শুদ্ধ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়ন করা
|