২৮ ফেব্রুয়ারী উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়ংইয়াংয়ে যু্ক্তরাষ্ট্রের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর কোরিয়ার ওপর থেকে আর্থিক শাস্তি তুলে নেয়া এবং স্বাভাবিক আর্থ ব্যবস্থার ক্ষেত্রে উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতা করার দাবি জানিয়েছেন ।
কিছু মার্কিন কর্মকর্তা যে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উন্নয়নের উত্স রোধ করার জন্য আর্থ শাস্তি আরোপ করার কথা বলেছেন , এ সম্পর্কে এই মুখপাত্র বলেছেন , উত্তর কোরিয়া নিজের প্রযুক্তি ও সম্পদের ওপর নির্ভর করে পরমাণু অস্ত্র উত্পাদন করেছে । অর্থনৈতিক ক্ষেত্রে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কোনো নির্ভরশীল সম্পর্ক নেই । তাই যুক্তরাষ্ট্রের আর্থিক শাস্তি উত্তর কোরিয়ার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না ।
এই মুখপাত্র জোর দিয়ে বলেছেন , উত্তর কোরিয়া আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় যোগ দিতে চায় , তবে যুক্তরাষ্ট্রের বাধায় উত্তর কোরিয়া বাধ্য হয়ে নগদ অর্থে ব্যবসা করছে । যুক্তরাষ্ট্র এই নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে মানী লন্ডারীং ও মার্কিন ডলার জাল করার অভিযোগ করেছে , তা যুক্তিহীন ।
|