চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠন মন্ত্রনালয়ের উপমন্ত্রী ঔ ইয়াংসোং ১ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীনের ক্ষমতাসীন পার্টি হিসেবে চীনা কমিউনিস্ট পার্টি এ বছর ক্যাডার বাছাই , নিয়োগ ও পরিচালনা সম্পর্কে তার তত্ত্বাবধান ব্যবস্থা আরও জোরদার ও পরিপূর্ণ করে তুলবে ।
একই দিন আয়োজিত প্রাসঙ্গিক তথ্য জ্ঞাপন সভায় আমাদের সংবাদদাতার এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেছেন । তিনি আরও বলেছেন , ক্যাডার বিষয়ক ব্যবস্থার সংস্কারকে আরও গভীরে নিয়ে যাওয়ার জন্যে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ক্যাডারদের পরীক্ষাজোরদার করার নতুন পদ্ধতি প্রণয়ন করার পরিকল্পনা নিয়েছে ।
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্তরেরনেতৃস্থানীয় সংস্থাকে দুর্নীতিমুক্তকরণের জন্যে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি অনবরতভাবে ব্যবস্থা নিয়েছে ।
|