v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-01 14:44:44    
১লা মার্চ

cri

 

    ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী রাবিনের জন্ম

    ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী রাবিন ১৯২২ সালের ১লা মার্চ জেরুজালেমে জন্ম গ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্র মিয়ামি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৮ বছর বয়সে সেনাবাহিনীতে ভর্তি হন। ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধে তিনি ইসরাইলঅ বাহিনির একটি ব্রিগেডের কম্যাণ্ডার হন। ১৯৪৯ সালে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিদলের সদস্য হিসেবে আরব-ইসরাইল যুদ্ধবিরতি আলোচনায় অংশ গ্রহণ করেন। ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রে ইসরাইলের রাষ্ট্রদূত হন। ১৯৭৩ সালে স্বদেশে ফিরে ইসরাইলের লেবার পার্টির তত্পরতায় লিপ্ত হন। ১৯৭৪ সালের জানুয়ারিতে সংসদের সদস্য নির্বাচিত হন। একই বছরের জুন মাসে লেবার পার্টির নেতা নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রী হন। ১৯৯২ সালে রাবিন আর একবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন । একই বছরের জুন মাসে লেবার পার্টি আবার সাধারণ নির্বাচনে বিজয় অর্জন করে এবং রাবিন আর একবার সরকারের প্রধানমন্ত্রী হন।

    পথম হাইড্রজেন বোমার পরীক্ষা সফল

    ১৯৫৪ সালের ১লা মার্চ প্রশান্তমহাসাগরের একটি ছোট দ্বীপে যুক্তরাষ্ট্রের প্রথম সত্যিকারের হাইড্রজেন বোমার পরীক্ষা চালানো হয়েছে। এই বোমার বিস্ফোরণের শক্তি ১৯৪৫ সালে হিরোসিমার বিধ্বংস সৃষ্টিকারী প্রথম আণবিক বোমার ৫০০ গুণ। যুক্তরাষ্ট্রের এই হাইড্রজেন বোমার বিস্ফোরণে ১৭৬ নটিকাল মাইল দূরের অন্য একটি দ্বীপও কম্পিত হয়েছে।

    চীনের কৃষি একাডেমির প্রতিষ্ঠা

    চীনের কৃষি একাডেমি হলো চীনের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্র,যা ১৯৫৭ সালের ১লা মার্চ প্রতিষ্ঠিত হয়। তার পর থেকে একাডেমির উদ্যোগে ব্যাপক কৃষিবিদদের নিরলস প্রচেষ্টায় গবেষণার নতুন নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়েছে এবং এক পূর্ণাঙ্গ গবেষণাব্যবস্থা গড়ে উঠেছে।

    সারা চীনে প্রথম "সর্বসাধারণের সভ্যতা ও শিষ্টাচার মাস" পালিত

    ১৯৮২ সালের ২৭ ফেব্রুয়ারি চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সচিবালয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতে ধার্য করা হয়েছে , প্রতি বছরের মার্চ মাস হবে "সর্বসাধারণের সভ্যতা ও শিষ্টাচার মাস"।

    এর আগে প্রতি বছরের ৫ মার্চ এবং তার কিছু দিন আগে বা পরে চীনে " গণসেবার আদর্শ সৈনিক লেই ফেং-এর কাছ থেকে শেখার " তত্পরতা বিশেষভাবে চালানো হয়। এর ভিত্তিতে চীনের ট্রেড ইউনিয়ন , যুব কমিউনিস্ট লীগ এবং নারী ফেডারেশন প্রভৃতি সংস্থার প্রস্তাবে প্রতি বছরের মার্চ মাসকে " সর্বসাধারণের সভ্যতা ও শিষ্টাচারের মাস" বলে ধার্য করা হয়েছে।

    লিথুয়েনিয়ার স্বাধীনতা

    ১৯৯০ সালের ১লা মার্চ লিথুয়েনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ করে এবং তাতেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

    লিথুয়েনিয়া বল্টিক সাগরের উপকূলে অবস্থিত। তার দক্ষিণপশ্চিমের প্রতিবেশী হলো পোল্যাণ্ড। লিথুয়েনিয়ার আয়তন ৬৫.২ হাজার বর্গকিলোমিটার। দেশের লোকসংখ্যার পাঁচ ভাগের চার ভাগ লিথুয়েনিয়া জাতির লোক, বাকীরা রুশ এবং পোল্যাণ্ডের লোক । লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিউস।

    ত্রয়দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লিথুয়েনিয়া রাজ্য প্রতিষ্ঠিত হয়। ১৫৬৯ থেকে ১৭৯১ সাল পর্যন্ত লিথুয়েনিয়া পোল্যাণ্ডের গ্রাসে কবলিত হয়। অষ্টাদশ শতাব্দীতে লিথুয়েনিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। ১৯১৯ সালে স্বাধীনতা লাভ করে এবং ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।