v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-01 13:33:35    
চীনের গায়িকা পোং লিইউয়ান

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি চীনের বিখ্যাত গায়িকা পোং লিইউয়ানের গাওয়া কয়েকটি গানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো।

    বন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে সোয়ালো নামে কাজাখ জাতির একটি লোকসঙ্গীত। গানে সুন্দর ও মনোহর সুরের মাধ্যমে প্রেমের প্রতি মানুষের প্রশংসা ও আকাংক্ষা প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখন গানটি শুনি।

    পোং লিইউয়ান হচ্ছেন চীনের সমসাময়িক বিখ্যাত লোকসঙ্গীত গায়িকা। তাঁর কন্ঠ মিষ্টি ও উদাত্ত। বহু বছর ধরে তিনি গান গাওয়ার সুদক্ষ কলাকৌশল ও সদিচ্ছার শৈলী দিয়ে চীনের ব্যাপক শ্রোতাদের সমাদর লাভ করেছেন। তিনি চীনের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতকে বিশ্ব সঙ্গীতের সঙ্গে সমন্বয় করার প্রচেষ্টা চালান। সঙ্গে সঙ্গে তিনি প্রচুর পরিমাণ প্রচলিত, আধুনিক ও ক্লাসিক্যাল সঙ্গীতের উপাদান মিশিয়ে চীনের লোকসঙ্গীতে নতুন প্রাণশক্তি যুগিয়ে দেন। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা "সুন্দরী" নামে একটি তিব্বতী গান। এই গানে পশ্চিম চীনের তিব্বতের সুন্দর দৃশ্য এবং তিব্বতী মেয়েদের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আমার সঙ্গে গানটি শুনবো।

    শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে দক্ষিণ চীনের চিয়াংসু প্রদেশের একটি লোকসঙ্গীত শুনবো। গানের নাম "জ্যাসমিন ফুল"। গানের সুর নমনীয় ও সাবলীল। গানে বলা হয়েছে: একজন মেয়ে সুগন্ধি ও সুন্দর জ্যাসমিন ফুলে আকৃষ্ট হয়েছে এবং এই ফুল তুলে তার বন্ধুকে উপহার দিতে চায়, কিন্তু এত সুন্দর ফুলটিকে গাছ থেকে ছিড়ে নিতে তার হৃদয়ে ব্যথা লাগে। আচ্ছা, পুরো গানটি শোনা যাক তাহলে।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে পোং লিইউয়ানের গাওয়া চীনের মঙ্গোলীয় জাতির একটি লোকসঙ্গীত শুনবো। গানে ১৯ শতাব্দীর চীনের মঙ্গোলীয় জাতির জাতীয় বীরের প্রশংসা করা হয়েছে। আচ্ছা, এখন গানটি শুনবো আমরা।

    পোং লিইউয়ান হচ্ছেন একজন সৃজনশীল গায়িকা। তিনি চীনের লোকসঙ্গীত উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ শৈল্পিক উপায় খুঁজে বের করতে ক্লান্তিহীন। তিনি বিভিন্ন কলাকৌশল দিয়ে ভিন্নভিন্ন শৈলীসম্পন্ন গানগুলো গাওয়ার প্রচেষ্টা করছেন। এর সঙ্গে সঙ্গে ঐতিহ্যিক লোকসঙ্গীতের প্রচলিত বাদ্যযন্ত্রের সঙ্গে পশ্চিমা অরকেস্ট্রাল সঙ্গীত ও ইলেকট্রোনিকস সঙ্গীত যুগিয়ে দেন। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউননান প্রদেশের লোকসঙ্গীত উপভোগ করবো। আচ্ছা, এখন গাটিন শুনবো আমরা।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানে শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। আজকের সুরের ভুবন শোনার জন্যে অনেক ধন্যবাদ।