কোটে ডি-ভারের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান প্রতিনিধিরা ২৮ ফেব্রুয়ারী রাজধানী ইয়ামৌসৌক্রোয় অনুষ্ঠিত কোটে ডি-ভরের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা সংক্রান্ত সম্মেলনে অগ্রগতি অর্জন করেছেন এবং গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন।
একইদিনে বিভিন্ন দল সম্মেলন শেষে প্রকাশিত একটি যুক্ত ইস্তাহারে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার আলোচনা আবার শুরু করা এবং বিভিন্ন দল নিরস্ত্র করার সময়সূচী নতুন করে প্রণয়ন করার জন্য একমত হয়েছে।
ইস্তাহারে আরেক বার ঘোষণা করা হয়েছে, সকল দল সব রকম বল প্রয়োগ তত্পরতার বিরোধী এবং প্রচেষ্টা চালিয়ে চলতি বছরের অক্টোবরের আগে জাতীয় নির্বাচন আয়োজন করবে।
|