v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-01 10:08:45    
মানুষের সাহস চির-অপরিত্যাজ্য বিশ্বাস

cri

    সদ্য সমাপ্ত তুরিন শীত্কালীণ অলিম্পিক গেমস সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন দেশের নারী-পুরুষ ক্রীড়াবিদরা এবারকার শীতকালীণ অলিম্পিক গেমসে চমত্কার নৈপুণ্য দেখিয়েছেন। তাদের দেখা দেওয়া ক্রীড়ার মর্মজেত বিশ্বব্যাপী দশর্কদের মনে গভীর ছাপ রেখেছে। শীতকালীণ অলিম্পিক্সের ইভেন্টে চীনের ক্রীড়াবিদদের যোগ্যতা তুলনামূলকভাবে দুর্বল হলেও এবারকার তুরিন অলিম্পিক গেমসে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

    আপনারা হয়তো জানেন, ফিগার স্কেটিং ইভেন্টে চীনের ক্রীড়াবিদের যোগ্যতা খুব একটা দুবর্ল হয় না । ফিগার স্কেটিং সবচেয়ে সুন্দর প্রতিদ্বন্দ্বিতা। এই ক্রীড়া সবার কাছে সৌন্দর্যহিসেবে প্রকাশ পায়। সদ্য সমাপ্ত তুরিন শীতকালীণ অলিম্পিক গেমসের দ্বৈত্য ফিগার স্কেটিং প্রতিযোগিতায় দর্শকদের মুগ্ধ করেছে।

    আজকের আসরে চীনের পুরুষ ক্রীড়াবিদ চাও হন বো, চীনের নারী ক্রীড়াবিদ জেনডেন এবং রাশিয়ার নারী ক্রীড়াবিদ টোটেমিয়ানিনার পরিচয় তুলে ধরবো।

    চাও হন বো চীনের নাম-করা দ্বৈত স্কেটি ক্রীড়াবিদ। তিনি সেনশিয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েক বার শীরোপা অর্জন করেছেন। কিন্তু কল্প করা যায় না যে ছ'মাস আগে তিনি হাসপাতালের অপারেশনের টেবিলে ছিলেন। একটি প্রশিক্ষণমূলক প্রতিযোগিতায় তিনি আহত হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। তখন অনেকেই মনে করেন যে তিনি তুরিন শীতকালীণ অলিম্পিক গেমসে অংশ নিতে পারবেন না। কিন্তু দেশের মুখ রাখার জন্যে তিনি তুরিন শীতকালীণ অলিম্পিক গেমসে অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি পুরোদমেপ্রশিক্ষণে যোগ দিতে শুরু করেন। এমন কি তিনি আর সেনশিয়ে ছুটি আর উত্সব কাটানোর সুযোগ পরিত্যাগ করেছেন। তার অকল্পনীয় চেষ্টার ফলে এবার তুরিন শীতকালীণ গেমসে চাও হন বো আর সেনশিয়ে দ্বৈত্য স্কেটিংপ্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেছেন। তাঁর পায়ে অপারেশন হওয়ার ছ'মাস পর তিনি শীতকালীণ অলিম্পিক গেমসে এত ভাল নৈপুণ্য দেখিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যে, প্রত্যেক মানুষের পক্ষে সাহস একটি চির-অপরিত্যাজ্য বিশ্বাস।

    জেনডেন ছিলেন এবারকার তুরিন অলিম্পিক গেসমে ফিগার স্কেটিং ইভেন্টের একজন রৌপ্যপদক বিজয়ী ।তাঁর বয়স মাত্র ২০। এবারকার তুরিন অলিম্পিক গেমসে তিনি তাঁর আহত পায়ে সমস্ত প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। তাঁর জটিল আর দুসাহসিক কলাকৌশল উপস্থিত দশর্কদের মন জয় করেছে। কিন্তু এবারকার শীতকালীণ অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে তিনি গুরুতর ভাবে ক্ষত হয়েছেন। দশর্করা মনে করেন তিনি আর আগের মতো জটিল কালকৌশল দেখাতে পারবেন না। তবু প্রতিযোগিতা চলার সময় তিনি পায়ের ব্যাথা উপেক্ষা করে সমস্ত কলাকৌশল সম্পন্ন করেছেন। তাঁর চমত্কার নৈপুন্য রেফারিদের মন জয় করেছে। অবশেষে রেফারি তাঁকে উচ্চ পয়েন্ট দিয়েছেন। প্রতিযোগিতায় জেনডেন যে মনোবল দেখিয়েছেন। তাতে প্রতিপন্ন হয়েছে যে, মানুষের মনে দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো অসুবিধা অতিক্রম করা যায়।

    এবারতার শীততকালীণ অলিম্পিক গেমসের ফিগার স্কেটিং প্রতিযোগিতার শীরোপা বিজয়ী রাশিয়ার টোটেমিয়ানা দু' বছর আগেও গুরুতরভাবে আহত হয়েছিলেন। দু বছর আগে একটি প্রতিযোগিতায় তিনি মেঝেতে পড়ে একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হাসপাতালে জরুরী চিকিত্সা নেওয়ার পর তিনি মৃত্যু থেকে রক্ষা পান। এর পর তিনি মাঝেমাঝে অসুস্থ হন। কিন্তু স্ক্যাটিং তিনি পরিত্যাগ করেন নি। এবারকার তুরিন শীতকালীণ অলিম্পিক গেমসে অংশ নেওয়ার জন্যে তিনি খুবই পরিশ্রম করেছেন। অবশেষে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের এক জন সদস্য হয়েছেন। ফিগার স্কেটিং প্রতিযোগিতায় তিনি চীন সহ কয়েকটি শক্তিশালী দেশের ক্রীড়াবিদদের পরাজিত করে এই ইভেন্টের শীরোপা অর্জন করেছেন। তিনি এই ইভেন্টে রাশিয়ার মর্যাদা রক্ষা করেছেন।এবারকার তুরিন শীতকালীণ অলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী ক্রীড়াবিদের মধ্যে অনেকের নৈপুন্য ভাল। অনেক প্রশংসনীয় ঘটনা আছে।