ই ইউ'র কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জাভিয়ের সোলানার মুখপাত্রী খ্রিস্টিনা গাল্লাচ্ ২৮ ফেব্রুয়ারী বলেছেন, তাইওয়ান কর্তৃপক্ষের নেতা রাষ্ট্রের একায়ন পরিষদ ও রাষ্ট্রের একায়ন কর্মসূচি বর্জন হচ্ছে এক প্ররোচনা।
একই দিন চীনের সংবাদদাতাদের দেয়া এক টেলিফোন সাক্ষাত্কারে খ্রিস্টিনা বলেছেন, তাইওয়ান কর্তৃপক্ষের নেতা ছেন সুইপিয়েন রাষ্ট্রের একায়ন পরিষদ ও রাষ্ট্রের একায়ন কর্মসূচি বর্জন করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা এক খুবই পরিতাপের বিষয়।
তিনি আরো বলেছেন, তাইওয়ান প্রণালীর দু'পারের পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করা উচিত।
|