v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-01 09:02:09    
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিচালনা পরিষদ

cri
    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের আণবিক শক্তি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা ও তত্ত্বাবধানকারী জাতিসংঘ সংস্থা।

    ১৯৫৪ সালের ডিসেম্বরে নবম জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে শান্তিপূর্ণ লক্ষ্যে আণবিক শক্তি ব্যবহারের জন্যে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার দাবি ওঠে। ১৯৫৬ সালের ২৬ অক্টোবর, ৮২টি দেশের প্রতিনিধিদের সমর্থনে ওই অধিবেশনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়মাবলী গৃহীত হয়। নিয়মাবলীর লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ লক্ষ্যে পারমাণবিক শক্তি ব্যবহার ও তত্ত্বাবধান সুনিশ্চিত করা। ১৯৫৭ সালের ২৯ জুলাই, এই নিয়মাবলী আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়। একই বছরের অক্টোবরে, আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার প্রথম পূর্নাঙ্গ অধিবেশনে সংস্থার প্রতিষ্ঠা ও ভিয়েনায় এর সদর দপ্তর প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়।

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার লক্ষ্য হচ্ছে বিশ্বের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে আণবিক শক্তির অবদান দ্রুত সম্প্রসারণ করা, যাতে সংস্থা নিজে অথবা সংস্থার দাবিতে এমনকি তার তত্ত্বাবধান ব্যবস্থায় সামরিক লক্ষ্যে আণবিক শক্তির ব্যবহার প্রতিরোধ সুনিশ্চিত করতে পারে।

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশ সংস্থার পরিচালনা পরিষদের সুপারিশ ও অনুমতিতে এবং সংস্থার নিয়মাবলী গ্রহণ করার মাধ্যমে এই সংস্থার সদস্য হতে পারে। বর্তমানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থর ১৩৯ টি সদস্যদেশ আছে।

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অধিবেশন, পরিচালনা পরিষদ ও সচিবালয় এই তিনটি মৌলিক ভাগে বিভক্ত। অধিবেশন সকল সদস্যদেশ নিয়ে গঠিত। প্রতি বছর একবার অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদ হচ্ছে নীতি নির্ধারক সংস্থা, যা ৩৫টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত। সচিবালয় হচ্ছে কার্যনির্বাহী সংস্থা, মহা পরিচালকের নেতৃত্বাধীন।

    নীতি নির্ধারক সংস্থা হিসেবে পরিচালনা পরিষদ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বাজেট ও সংশ্লিষ্ট প্রকল্প প্রণয়ন আর আবেদনকারী দেশের আবেদন তদন্ত করে এবং অধিবেশনের কাছে সুপারিশ করে। পরিষদের আরো দায়িত্ব রয়েছে, যেমনঃ সংশ্লিষ্ট নিরাপত্তা চুক্তি অনুমোদন এবং মহা-পরিচালকের নিযুক্তিদান ইত্যাদি। প্রতি বছর অধিবেশনের নিযুক্তি ও নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ একবার পুননির্বাচিত হয়। এর মধ্যে আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার অধিবেশনে ১১টি সদস্যদেশ নির্ধারিত হয়। তাদের কার্যমেয়াদ এক বছর এবং এই ১১টি সদস্য বিভিন্ন অঞ্চল অনুযায়ী নির্ধারিত হয়। প্রত্যেক অঞ্চলে উন্নত পরমাণু শিল্পের অধিকারী দেশ দায়িত্ব গ্রহণ করে। অন্যান্য ২৪টি সদস্য অধিবেশনে নির্বাচিত হয় এবং তাদের কার্যমেয়াদ দু'বছর।