 তাইওয়ানের নেতা ছেন সুই পিয়ান জাতীয় একায়ণ সমিতি ও জাতীয় একায়ণ কর্মসূচি অকেজো করার যে সিদ্ধান্ত নিয়েছেন , গত কয়েক দিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন ও রাশিয়ার প্রবাসী চীনারা তার তীব্র নিন্দা করেছেন । তারা সতর্ক দিয়ে বলেছেন , তাইওয়ানের নেতৃবৃন্দ যেন তাইওয়ানের দুই তীরের শান্তি ও উন্নয়নের পরিস্থিতি ব্যহত না করেন ।
ওয়াশিংটনের প্রবাসী চীনাদের প্রখ্যাত নেতা পাও শি কো গত সোমবার বলেছেন , ছেন সুই পিয়ানের এই তত্পরতা নির্বাচনের জন্যে একটি রাজনৈতিক প্রতারণা । তা হাসিল হবে না ।
ব্রিটেনে প্রবাসী চীনাদের সুন তে মৈত্রী সমিতির চেয়ারম্যান হো চোও চুন গত সোমবার আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন , ছেন সুই পিয়ানের এই আচরণ পুরোপুরি ঐতিহাসিক স্রোতের বিরুদ্ধে চলেছে ।
গত রবিবার চীনের শান্তিপূর্ণ একায়ণ উন্নয়ন সমিতির রুশ শাখার একটি বিবৃতিতে বলা হয়েছ, ছেন সুই পিয়ানের কার্যকলাপ যেমন চীনা জাতির মৌলিক স্বার্থের ক্ষতি করেছে , তেমনি দারুণভাবে তাইওয়ানবাসীদের বাস্তব স্বার্থের ক্ষতি করেছে । দুই তীরের জনগণের উচিত ঐক্যবদ্ধ হয়ে দৃঢভাবে তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের বিভেদমূলক তত্পরতার বিরোধিতা করা ।
|