v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-28 18:57:34    
ছেন সুইপিয়েনের রাষ্ট্রের একায়ন কার্যক্রমবর্জন সম্পর্কে মূলভূভাগের বিবৃতি

cri
    তাইওয়ান কর্তৃপক্ষের নেতা ছেন সুইপিয়েন রাষ্ট্রের একায়ন সমিতি ও রাষ্ট্রের একায়ন কার্যক্রমবর্জন করার যে সিদ্ধান্ত নিয়েছেন সে সম্পর্কে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক অফিস , চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিস ২৮ ফেব্রুয়ারী এক বিবৃতি দিয়ে ছেন সুইপিয়েনের নিন্দা করে বলেছে যে , ছেন সুইপিয়েন এ অজুহাতে স্বাধীন তাইওয়ান পন্থী প্রয়াসের তত্পরতা জোরদার করে দুপারে উত্তেজনা সৃষ্টি করছেন ।

    বিবৃতিতে বলা হয়েছে , ছেন সুইপিয়েন সংবিধান সংশোধন করার মাধ্যমে আইনের দিক থেকে স্বাধীনতাইওয়ানপন্থী যে হঠকারি প্রয়াস চালাছেন তাতে বিপদ বেড়ে যাচ্ছে । তাকে সফল হতে দিলে দুপারের সম্পর্কঅবশ্যই উত্তেজনাকর হবে এবং তাইওয়ান প্রণালী অঞ্চল তথা এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাক্ষুন্ন হবে । মূলভূভাগ দৃঢ়তার সঙ্গে তার বিরোধিতা করবে । বিবৃতিতে বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছে , ছেন সুইপিয়েন যদি একগুয়েভাবে স্বাধীন তাইওয়ান পন্থী লাইন অনুসারে তাইওয়ানের ভেতরে এবং দুপারের মধ্যে সার্বিকভাবে সংঘর্ষ সৃষ্টি করেন তাহলে তারা শুধু তাইওয়ানে দুর্যোগডেকে আনতে পারেন ।

    বিবৃতিতে আবারো ঘোষণা করা হয়েছে , মূলভূভাগ বৃহত্তম ইচ্ছা নিয়ে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে দুপারের সম্পর্কেরশান্তিপূর্ণ ও স্থিতিশীল উন্নয়ন রক্ষা ও ত্বরান্বিত করবে , শান্তিপূর্ণ একায়নের ভবিষ্যত অর্জনের প্রচেষ্টা চালাবে । চীন কোনো মতেই স্বাধীন তাইওয়ান পন্থীদের কোনো অজুহাতে কোনো উপায়ে তাইওয়ানকে মাতৃভূমির কাছ থেকে বিচ্ছিন্ন করতে দেবে না ।