চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৮ ফেব্রুয়ারী পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন , পাক-ভারত সম্পর্কে যুক্তরাষ্ট্র সহ দেশগুলোর ইতিবাচক ভূমিকাকে চীন স্বাগত জানায় ।
লিউ চিয়েনছাও বলেছেন , মার্কিন প্রেসিডেন্ট বুশ ভারত ও পাকিস্তান সফর করবেন । যুক্তরাষ্ট্র যে ভারত ও পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক বন্ধুসুলভ সম্পর্ক বিকাশ করে তাকে চীন স্বাগত জানায় এবং আশা করে যে , এ ধরণের দ্বিপাক্ষিক সম্পর্ক এশিয়ার শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে ।
লিউ চিয়েনছাও আরও বলেছেন , ভারত ও পাকিস্তান দুই-ই চীনের গুরুত্বপূর্ণ বন্ধু প্রতিবেশীরাষ্ট্র । চীন লক্ষ্য করেছে যে , পাক-ভারত সম্পর্ক অনবরতভাবে উন্নতি ও বিকাশ লাভ করছে । দুদেশের মধ্যে কিছু অমীমাংসিত সমস্যা থাকলেও চীন আশা করে , এই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রবনতা বজায় থাকবে ।
|