চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৮ ফেব্রুয়ারী বলেছেন , চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যু কুও চেন ইরান সফর করেছেন এবং ইরানের পরমাণু বিষয়ে ইরানি পক্ষের সংগে গভীরভাবে মত বিনিময় করেছেন ।
লিউ চিয়েন ছাও পেইচিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , ল্যু কুও চেন ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারী ইরান সফর করেছেন । সফরকালে তিনি যথাক্রমে ইরানের প্রেসিডেন্ট , সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিবের সংগে সাক্ষাত্ করেছেন এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সংগে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট রাজনৈতিক সংলাপ করেছেন ।
সফরকালে ল্যু কুও চেন এই আশা করেন যে , ইরান আর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ইতিবাচক কার্যকলাপ অবলম্বন করবে , প্রয়োজনীয় সংযমের পরিচয় দেবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে ইরানের পরমাণু সমস্যা নিষ্পত্তি করার জন্য ইতিবাচক শর্ত সৃষ্টি করবে । ইরানও এই মত প্রকাশ করেছে যে , ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংগে সহযোগিতা বজায় রাখতে এবং এই সংস্থার কাঠামোতে এই সমস্যা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করতে ইচ্ছুক ।
|