জাতিসংঘ মহাসচিব কফি আনানের আহ্বানে গাবনের প্রেসিডেন্ট ওমর বঙ্গো ও ইকুইটরিয়াল গিনির প্রেসিডেন্ট নগুইমা ২৭ ফেব্রুয়ারী জেনিভায় বৈঠক করেছেন । বৈঠকে দু'পক্ষ আলোচনার মাধ্যমে ভূভাগীয় মতানৈক্য দূর করার সিদ্ধান্ত নিয়েছে ।
দু'প্রেসিডেন্টের প্রকাশিত যৌথ ইস্তাহারে বলা হয়েছে , দু'পক্ষ অবিলম্বে আলোচনা শুরু করবে , যাতে দু'দেশের ভূভাগ ও সমুদ্রের সীমান্ত নির্ধারণ করতে পারে এবং বিতর্কিত তিনটি দ্বীপের সমস্যা সমাধান করতে পারে । দু'দেশের বিশেষজ্ঞরা আগামী ১৫ তারিখে জেনিভায় সম্মেলনে আয়োজন করে আলোচনার সময়সূচি নির্ধারণ করবেন , যাতে চলতি বছরের শেষে দ্বিপাক্ষিক মতানৈক্য দূর করা যায় ।
জানা গেছে , জাতিসংঘ মহাসচিব কফি আনান বৈঠকে অংশগ্রহণ করেছেন । বৈঠক শেষে আনান তথ্য মাধ্যমকে বলেছেন , মার্চ মাসে আফ্রিকায় দু'দেশের প্রেসিডেন্ট আবার বৈঠক করবেন । তবে তিনি বিস্তারিত কিছু জানান নি ।
|