২৭ ফেব্রুয়ারী রুশ আণবিক শক্তি মন্ত্রী সের্গেই কিরিয়েনকো বলেছেন , মার্চ মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু সমস্যা নিয়ে সম্মেলন আয়োজন করার আগে রাশিয়া ও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সমস্যা নিয়ে একমত হবে । ইরান সফর শেষে কিরিয়েনকো এই কথা বলেছেন । একইদিন , এই সমস্যায় ইরান , ই-ইউ ও যুক্তরাষ্ট্রও আবার নিজ নিজ মত প্রকাশ করেছে ।
এদিকে জাপানে সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোতাকি একইদিন বলেছেন , রাশিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের বিষয় নিয়ে ইরান ও রাশিয়া পরামর্শ করছে , তবে ইরান এই প্রস্তাব গ্রহণ করার আগে কিছু বিস্তারিত সমস্যা নিয়ে আরও বেশি পরামর্শ দরকার ।
ইরানের সমস্যা নিয়ে ইইউ পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনকে স্বাগত জানিয়েছেন । ই-ইউ সঙ্গে সঙ্গে ইরানকে যাবতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের তত্পরতা বন্ধ করার তাগিদও দিয়েছে ।
তবে ২৭ ফেব্রুয়ারী মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন , যৌথ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সমস্যায় ইরান ও রাশিয়া যে একমত হবার খবর ছিল , যুক্তরাষ্ট্র মনে করে সর্তকভাবে তা বিবেচনা করতে হবে ।
|