দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম ২৮ ফেব্রুয়ারি ছেন শুই পিয়েন'এর "রাষ্ট্র একায়ন কমিটি" ও "রাষ্ট্র একায়ন নীতি" বাতিল করার তত্পরতা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাদের মতে এই আচরণ দু'তীরের সম্পর্কে আরো উত্তেজনা সৃষ্টি করবে।
"দোং আই ইলবো পত্রিকা"র "মূলভূভাগের সঙ্গে একায়ন তাইওয়ান বন্ধ করবে" নামক প্রবন্ধে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে, একায়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, তা তাইওয়ান উপদ্বীপ ও দু'তীরের সম্পর্ক অস্থিতিশীল করে তুলবে। "ছোসোন ইলবোর"খবরে প্রকাশ ছেন শুই পিয়েনের আচরণ থেকে বোঝা যায়, তার দীর্ঘকালিন লক্ষ্য হলো স্বাধীন তাইওয়ান বাস্তবায়ন করা। দক্ষিণ কোরিয়ার অন্য সংবাদ সংস্থা একই দিনে এই নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে।
তাইওয়ান কর্তৃপক্ষ ২৭ ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত "উচ্চ নিরাপত্তা সম্মেলনে" একায়ন কমিটি ও নীতি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
|