ভারতের সরকার বিরোধী সশস্ত্রগ্রুপ ২৮ ফেব্রুয়ারী সকালে মধ্য ভারতের চন্ডিশগড় প্রদেশে এক মাইন বিস্ফোরণ ঘটায় । তাতে কমপক্ষে ৫০জন স্থানীয় লোক নিহত হয়েছেন ।
স্থানীয় পুলিশ বিভাগের এক কর্মকর্তা বলেছেন , বিস্ফোরণ চন্ডিশগড়প্রদেশের দক্ষিণ দিকের দারমাগুড়া গ্রামেঘটেছে । বিস্ফোরণ হওয়ার সময়ে ন্থানীয় নাগরিকরা সবেমাত্র সরকার বিরোধী সশস্ত্রগ্রুপেরবিরোধিতা করার এক সমাবেশে যোগ দিয়েছিলেন । স্থানীয় নাগরিকরা দুটি ট্রাকে করে জায়গাটি অতিক্রম করার সময় সশস্ত্রগ্রুপমাইনটির বিস্ফোরণ ঘটিয়েছে । এতে সঙ্গে সঙ্গে ৫০জন মারা যান ।
পুলিশ বলেছেন , মৃতের সংখ্যা বেড়ে যাওয়ান আশংকা আছে ।
|