বার্ড-ফ্লু প্রকোপ বিশ্বজুড়ে বিস্তার লাভের প্রবণতা দেখা দিচ্ছে। ২৭ ফেব্রুয়ারি বসনিয়া ও হার্জেগোভিনা, নাইজার ও পাকিস্তানে আলাদা আলাদভাবে বার্ড-ফ্লু প্রকোপ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থা মোকাবিলার জন্য ব্যবস্থা নিয়েছে।
জানা গেছে, বসনিয়া ও হার্জেগোভিনা আর নাইজার একই দিনে প্রথম এইচ.৫.এন.১ বার্ড-ফ্লু প্রকোপ প্রমান করেছে। নাইজার বার্ড-ফ্লু দেখা দেয়া দ্বিতীয় আফ্রিকান দেশ । পাকিস্তানও বার্ড-ফ্লু সনাক্ত হওয়ার কথা স্বীকার করেছে।কিন্তু তা এইচ.৫.এন.১ কিনা এখনো নির্ধারিত হয়নি। বসনিয়া ও হার্জেগোভিনা এবং পাকিস্তান বার্ড-ফ্লু মোকাবিলার জন্য কিছু ব্যবস্থা নিয়েছে। বিশ্ব পশুপাখি স্বাস্থ্য সংস্থা নাইজার সরকারকে সাহায্য দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
রাশিয়ার আডিগেই প্রজাতন্ত্রে একই দিনে বার্ড-ফ্লু সংক্রমনের খবর দিয়েছে। পুতিন বলেছেন, রাশিয়া সরকার একটি বার্ড-ফ্লু নিয়ন্ত্রণ বিভাগ স্থাপন করবে এবং এ ক্ষেত্রে আরো বেশী অর্থ দেবে। তাছাড়া ইউক্রেনের ওডাসা শহরে এইচ.৫.এন.১ বার্ড-ফ্লু দেখা দিয়েছে।
একই দিনে জর্জিয়া ও ক্রোয়াশিয়ায় বার্ড-ফ্লু দেখা দেওয়ার কথ স্বীকার করেছে।
|