চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার , প্রতিরক্ষামন্ত্রী ছাও কাং ছুয়ান ২৭ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন উপযুক্ত মাত্রায় সামরিক ব্যয় বৃদ্ধি করে, কোনো দেশের প্রতি হুমকি সৃষ্টির ইচ্ছা চীনের নেই।
সুইজার্ল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী স্যামুএল স্মিদের সঙ্গে বৈঠক করার সময়ে ছাও কাং ছুয়ান বলেছেন, চীন প্রতিরক্ষামূলক নীতি অনুসরণ করে। চীন নিজের দেশের নিরাপত্তা ও ভূভাগের অখন্ডতা রক্ষার জন্য সামরিক ব্যয় যথাযোগ্যভাবে বাড়ায়। তবে কোনো দেশের প্রতি হুমকি সৃষ্টির ইচ্ছা তার নেই এবং বিশ্ব ও অঞ্চলের নিরাপত্তার প্রতিও চ্যালেঞ্জ সৃষ্টি করবে না।
স্মিদ আশা করেন, দু'দেশ দ্বিপাক্ষিক আদানপ্রদান আরো জোরদার করবে, রাজনৈতিক তত্পরতা বাড়াবে, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। সুইজার্ল্যান্ড বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করার প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
|