v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-28 11:00:27    
চীনের সংস্কৃত গাড়ির হিড়িক

cri
    চীনে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের সংগে সংগে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়ে চলেছে । পাশাপাশি গত কয়েক বছরে গাড়ি সংস্কারের প্রবণতা আস্তে আস্তে প্রচলিত হচ্ছে । এখন আমারা প্রায় দেখতে পাই , সংস্কৃত গাড়ি রাস্তায় রাস্তায় ছুটে যাচ্ছে । সেই গাড়িগুলোর অভিনব ও সুউজ্জ্বল আকার মাঝে মধ্যে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে । আজকের অনুষ্ঠানে আমরা প্রিয় শ্রোতাবন্ধুদের চীনের রাজধানী পেইচিংয়ে নিয়ে যাবো । এখানে আমরা চীনে সংস্কৃত গাড়ির প্রচলন সম্পর্কে কিছু ধারণা পেতে পারবো ।

    পেইচিংয়ের পশ্চিম উপকন্ঠে একটি বড় গোছের মোটর যন্ত্রাংশ মার্কেট আছে । এর আয়তন এক লাখেরও বেশি বর্গমিটার । এখানে সবসময় লোকের আনাগোনা হয় । এই মার্কেটে মোট ৭ শ'রও বেশী মোটর যন্ত্রাংশ ও গাড়ি সংস্কারের দোকান রয়েছে ।সেসব গাড়ি সংস্কারের দোকানের ব্যবসা বেশ সরগরম।

    আমাদের সংবাদদাতা ফেই খাই নামক একটি গাড়ি সংস্কারের দোকানে গিয়ে ম্যানেজার কো ফিংয়ের সংগে কথাবার্তা বলতে লাগলেন । এই দোকানের সারি সারি শেলভে ভরা রয়েছে গাড়িতে ব্যবহৃত নানা রকম যন্ত্রাংশ । দোকানের ছাদে টাংগানো রয়েছে নানা ধরণের স্টিয়ারিং ওইল ও কাশিন । দোকানের দশ বারোজন শ্রমিকের মধ্যে কেউ কেউ ক্রেতাদের কাছে তাদের পণ্য ব্যাখ্যা করছেন , কেউ কেউ কম্পিউটারে ক্রেতাদের জন্যে গাড়ি সংস্কারের ডিজাইন অংকন করছেন ।

    একটি কম্পিউটারের সামনে ডিজাইনের কাজে ব্যস্ত ম্যানেজার কো ফিং আমাদের সংবাদদাতাকে বলেছেন , ২০০৪ সাল থেকে আমাদের দোকানের ব্যবসা বেশ ভালোভাবে চলেছে । অনেক লোক গাড়ি সংস্কারের জন্যে আমাদের দোকানে এসেছেন । তিনি বলেছেন ,

    আমাদের এখানে প্রতিমাসে ৬০ থেকে ৭০টি গাড়ি সংস্কারের কাজ করি । গ্রাহকদের মধ্যে অধিকাংশই তরুণ -তরুণী । প্রধানত গাড়ির আকার ও ইঞ্জিনের সংস্কার বেশি । বহু বন্ধুর গাড়ি সংস্কারের লক্ষ্য হচ্ছে ইঞ্জিনের শক্তি বাড়ানো । কারণ সবাই গতি থেকে আনা আবেগ পছন্দ করেন । আবার আরো অনেক বন্ধু গাড়ির আকারের সংস্কারকে পছন্দ করেন ।

    পেইচিংয়ের রাজপথে এখন প্রায় সংস্কত গাড়ির চলাচল দেখতে পাওয়া যায় । কেউ কেউ তাদের গাড়ির গায় নানা রংয়ের কাগজ লাগিয়ে দেন , আবার কোনো কোনো লোক নিজেদের গাড়ির লেজের অংশে পাখা এবং সামনের অংশে শক্তিশালী বনেট লাগিয়ে দেন । কেউ কেউ গাড়ির ছাদে ভ্রমণের জন্যে ব্যবহৃত ফ্রেম ও অ্যান্টেনা লাগিয়ে দেন । কোনো কোনো লোকের গাড়ির আকারের সংস্কার লক্ষ্য করার মত নয় । তবে গাড়ির যন্ত্রাংশের বহু সংস্কার করা হয়েছে । এই সব গাড়ির মালিকদের অধিকাংশই যুবক-যুবতী । যখন পথচারীরা তাদের অনন্য গাড়ির ওপর দৃষ্টি নিবদ্ধ করেন, তখন গাড়ির মালিকরা সবসময় তৃপ্তি বোধ করেন।

    একটি সংস্কৃত গাড়ির মালিক সুই চিয়া মিং গভীর আগ্রহের সংগে আমাদের সংবাদদাতাকে তার প্রিয় গাড়ির বিভিন্ন সংস্কার সম্পর্কে অবহিত করেছেন । এক বছর আগে তিনি ৯০ হাজার ইউয়ান দিয়ে চীনের শাংহাইয়ের ওয়ালকসওয়াগেন কম্পানির উত্পাদিত গোল মার্কার গাড়ি কিনেছেন । এক বছরের মধ্যে তিনি বেশ কয়েকবার তার গাড়ির সংস্কার করেছেন । সংস্কারের জন্যে তিনি প্রায় ২০ হাজার ইউয়ান ব্যয় করেছেন ।

    সুই চিয়া মিং বলেছেন , গাড়ির সংস্কার খুবই মজার ব্যাপার । সংস্করের পর আমার অত্যন্ত ভালো লাগছে , আমার গাড়ির ইঞ্জিনেরশক্তিও বেড়েছে এবং গাড়িটির গুণগত মানও উন্নত হয়েছে ।

    অন্যান্য দেশে গাড়ির সংস্কার আশ্চর্যের কিছু নেই । গোড়ার দিকে সংস্কৃত গাড়িগুলো দেখতে পাওয়া যায় কেবল রেসিংকারদের বিশেষ বিশেষ রাস্তায় । রেসিংকাররা তাদের গাড়িগুলোর গতি বাড়ানো এবং উত্তম সাফল্য অর্জন করার জন্যে প্রায় তাদের গাড়িগুলোতে বাড়তি ইঞ্জিন প্রভৃতি যন্ত্রাংশ লাগিয়ে দেন । গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকের পর সংস্কৃত গাড়ি ক্রমেই ইউরোপ ও আমেরিকার সাধারণ লোকদের জীবনে প্রবেশ করেছে । চীনে খুব দেরীতে ব্যক্তিগত গাড়ির প্রচলন হয়েছে । মাত্র কয়েক বছর আগে থেকেই গাড়ি সংস্কারের প্রচলন হয় । এই প্রসংগে চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর অর্থনীতি গবেষণা সংস্থার অধ্যাপক হান মোং বলেছেন ,

    অন্যান্য দেশের তুলনায় চীনে গাড়ি সংস্করের প্রচলন খুবই দেরীতে হয়েছে । অধিকাংশ লোক রেসিংকে ভালোবাসেন বলে নিজেদের গাড়িগুলো সংস্কার করতে চাচ্ছেন । এখন যারা গাড়ি সংস্কার করেন , তাদের অধিকাংশই তরুণ -তরুণী । তারা আশা করেন যে , এর মাধ্যমে তারা অন্যদের থেকে তাদের গাড়িকে পৃথক করতে পারেন এবং নিজের গাড়ির বৈশিষ্ট্য প্রকাশা করতে পারেন ।

    যেহেতু গাড়ি সংস্কার এখনো চীনে একটি নবোত্থিত পেশা , সেহেতু সংস্কারের দরুণ যাতে গাড়িগুলোর নিরাপত্তা বিঘ্নিত না হয় , সেজন্যে সরকার গাড়ি সংস্কারের ওপর কিছু বিধি প্রণয়ন করেছে । যেমন গাড়ির রেজিষ্টকৃত কাঠামো , গঠন ও বৈশিষ্ট্যের পরিবর্তন করলে চলবে না এবং গাড়ির মার্কা , ইঞ্জিনের নম্বর বা গাড়ি চেনার নম্বরের পরিবর্তন করলে চলবে না । সুতারাং চীনে গাড়ির সংস্কার প্রধানত গাড়ির আকারের ওপর প্রতিফলিত হয় ।

    সুই চিয়া মিং প্রতিবার গাড়ি সংস্কারের সময়ে সর্বদাই পেইচিংয়ের সি ইউয়ান মোটর যন্ত্রাংশ মার্কেটের একটি গাড়ি সংস্কার দোকানে যান । তিনি বলেছেন , প্রতিটি গাড়ির নিজস্ব প্রকৃতি আছে । নির্দিষ্ট শ্রমিকরা তাঁর গাড়ির প্রকৃতি ভালোভাবে জানেন বলে তার গাড়ির উপযোগী যন্ত্রাংশ সংযোজন করতে পারেন । অনেক লোক সুই চিয়া মিংয়ের মত নির্দিষ্ট দোকানে গিয়ে নিজেদের গাড়ির সংস্কার করেন । এমনি করে তারা নিজেদের পছন্দমত গাড়ি সংস্কারের আকাংক্ষা হাসিল করতে পারেন । ফেই খাই গাড়ি সংস্কার দোকানের কো ফিং বলেছেন , সবসময় সংস্কৃত গাড়ির মালিকদের সংগে দেখা সাক্ষাত করেন বলে তিনি অনেক বন্ধু পেয়েছেন । তারা নিয়মিত একসাথে পার্টি করেন ।

     তিনি বলেছেন , আমরা কয়েকটি ক্লাব গঠন করেছি । সময় হলে আমরা তত্পরতার আয়োজন করি । আমরা এক সংগে গাড়িতে করে বেড়াতে যাই এবং গতি ও আবেগের মধ্যে আমরা আনন্দ লাভ করি । এটা সত্যিই একটি মজার ব্যাপার ।