ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৭ ফেব্রুয়ারী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক ও সামরিক পরমাণু প্রকল্পের পৃথক সংজ্ঞায়নের প্রশ্নে আলোচনার সময়ে ভারত বলেছে, যুক্তরাষ্ট্র ভারতের ফাস্ট ব্রীডের রিএক্টর স্থাপনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে দাবি জানিয়েছে, ভারতের কাছে তা গ্রহণযোগ্য নয়।
ভারতের এশীয় বার্তা সংস্থা সূত্রে প্রকাশ, একইদিনে সিং সংসদে ভাষণ দেবার সময় বলেছেন, ভারত রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষেত্রে কিছুতেই আপোষ করবে না। তিনি আরো বলেছেন, ভারত নিবৃত্তিমূলক পারমাণবিক শক্তি বজায় রাখার প্রশ্ন কিছুতেই আপোষ করতে পারে না। ভারতের পারমাণবিক গবেষণায় কোনো বাধা নেই।
|