v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-28 08:56:19    
২৮ ফেব্রুয়ারী

cri
    সাংহাই ইস্তাহার প্রকাশিত

১৯৭২ সালের ২৮ ফেব্রুয়ারী 'চীন-মার্কিন সাংহাই ইস্তাহার ' প্রকাশিত হয়। এই ইস্তাহারে বলা হয়, চীন আর যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা এবং বৈদেশিক নীতির প্রতিকৃতি একেবারে ভিন্ন। কিন্তউভয় দেশ এই মর্মেএক মত হয় যে , দু'দেশের ভিন্ন সমাজ ব্যবস্থা ভিন্ন সত্বেও শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক মোকাবেলা করা উচিত। চীন আবার ঘোষণা করে, ' চীন গণ প্রজাতন্ত্র সরকার চীনের একমাত্র বৈধ সরকার। ' ' তাইওয়ান হল চীনের একটি প্রদেশ', ' তাইওয়ানকে মুক্ত করা চীনের অভ্যন্তরীণ ব্যাপার , অন্য কোনোদেশের এই ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার নেই '।যুক্তরাষ্ট্র ঘোষণা করে, ' তাইওয়ান প্রণালীর দু'পারের জনগণ মনে করেন তাইওয়ান চীনের একটি অংশ, এই মতাধিষ্ঠান সম্বন্ধে যুক্তরাষ্ট্রের কোনো ভিন্ন ধারণা নেই।ইস্তাহারে বলা হয়, যুক্তরাষ্ট্র ধাপে ধাপে তাইওয়ান থেকে তাদের যাবতীয় সশস্ত্র বাহিনী আর সামরিক ঘাঁটি সরিয়ে নেবে। ' সাংহাই ইস্তাহার' দু'দেশের সম্পর্কের স্বাভাবিকীকরণের জন্যে নতুন ভবিষ্যতের দিশা দিয়েছে। এই ইস্তাহার এশিয়া তথা বিশ্বের পরিস্থিতি প্রশমিত করার জন্যে অবদান রেখেছে এবং দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্যে ভিত্তি স্থাপন করে।

    সুইডিশ প্রধান মন্ত্রী আততায়ীর গুলিতে নিহত

১৯৮৬ সালের ২৮ ফেব্রুয়ারী সুইডেনের প্রধান মন্ত্রী পোয়মে এবং তাঁর স্ত্রী ছায়াছবি দেখতে যান। রাত ৯টায় ছায়াছবি শেষে তারা বাসায় ফিরে যাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী ছুটির দিনে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী তাঁর সঙ্গে ছিলো না। যখন তাঁরা দু'জন রাস্তার একটি মোড়ে পৌঁছেন তখন একজন অপরিচিত লোক তাঁদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেন। কিন্তু কেউ কল্পও করতে পারেন নি ঠিক এই লোকই প্রধান মন্ত্রীর খুনী। ঘাতক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। জানা গেছে যারা ঘটনাস্থলেহাজির হয় তারা জানতেন না এই গুলিবিদ্ধ মানুষ তাদের প্রধান মন্ত্রী। জনসাধারণের সাহায্যে তাঁকে হাপাতালে পাঠানো হয়। সে দিন মধ্য রাতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

    যুক্তরাষ্ট্র আর মিসরের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

১৯৭৪ সালের ২৮ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র আর মিসরের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।

লন্ডন পাতাল পথের দুটি গাড়ীর মুখোমুখী সংঘর্ষে স্টেশন বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৩৫জনের প্রাণহানি ঘটে।

১৯৭৫ সালের ২৮ ফেব্রুয়ারী লন্ডন পাতাল পথের দুটি গাড়ী পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে স্টেশন বিধ্বস্ত হয়।

চীন সমুদ্রের তলদেশে পরমাণু অস্ত্র বসানোর নিষেধাজ্ঞা সম্পর্কিতআন্তজার্তিক চুক্তিতে যোগ দেয়

চীন সমুদ্রের তলদেশে তলাদেশে পরমাণু অস্ত্র বসানোর নিষেধাজ্ঞা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করে।