২৬ ফেব্রুয়ারী জর্দানের বাদশাহ আবদুল্লাহ আম্মানে জোর দিয়ে বলেছেন , সংলাপের মাধ্যমে সিরিয়া ও লেবাননের মতানৈক্য দূর করতে এবং দু'দেশের ঐতিহ্যিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার স্থাপন করতে হবে । যাতে এই অঞ্চলের পরিস্থিতির অবনতি এড়ানো যায় ।
আরব লীগের নির্বাহী পরিষদ সম্মেলনে অংশগ্রহণকারী লেবাননের স্পীকার নাবিহ বেরীর সঙ্গে সাক্ষাত্কালে আবদুল্লাহ বলেছেন , জর্দান আশা করে লেবানন একটি ঐক্যবদ্ধ আর শক্তিশালী দেশ হতে পারবে । তিনি আশা করেন আন্তর্জাতিক সংস্থা সক্রিয়ভাবে লেবাননের সাবেক প্রধামন্ত্রী হারিরির হত্যাকান্ড মামলার তদন্ত চালাতে থাকবে । তিনি বলেছেন , জর্দান লেবাননের নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে , যাতে লেবাননকে সংকট সমাধানে সাহায্য দিতে পারে ।
বেরী জর্দানের অবস্থান আর লেবাননের পরিস্থিতিতে আবদুল্লাহর মনোযোগের প্রশংসা করেছেন । তিনি আরও বলেছেন , তিনি হারিরি মামলা সম্বন্ধে আন্তর্জাতিক তদন্ত কমিশন সমর্থন করেন ।
|