ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী , হামাস নেতা হানিয়াহ হামাসের শর্তসাপেক্ষে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার খবর অস্বীকার করেছেন ।
২৫ ফেব্রুয়ারী "ওয়াশিংটন পোস্টের" খবরে প্রকাশ , হানিয়াহ বলেছেন , যদি ইসরাইল ফিলিস্তিনীদের যথেষ্ঠ অধিকার দেয় , ১৯৬৭ সালে যুদ্ধ হওয়ার আগে নির্ধারিত যুদ্ধ বিরতি লাইনকে সীমান্ত হিসেবে ফিলিস্তিনকে স্বীকার করে , তাহলে হামাস ইসরাইলের অস্তিত্ব স্বীকার করবে ।
হানিয়াহ এর পরে গাজায় সংবাদদাতাদেরকে বলেছেন , তিনি সাক্ষাত্কার দেয়ার সময় ইসরাইলকে স্বীকার করার কথা বলেন নি , তিনি শুধু দু'দেশের দীর্ঘকালীন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার সম্ভাবনার কথা বলেছেন ।
অন্য খবরে জানা গেছে , হামাস আশা করে আব্বাস অব্যাহতভাবে তাঁর পদে থাকবেন ।
|