ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন চীনের জুতার প্রতি ডাম্পিং বিরোধীব্যবস্থা নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পর্কে চীনের উপবাণিজ্য মন্ত্রী ওয়েই চিয়েনকো ২৭ ফেব্রুয়ারী সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময়ে জোর দিয়ে বলেছেন , চীনের জুতা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুরোপুরিভাবে বাজার অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ , তাই ই-ইউকে চীনের জুতা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ন্যায়সংগত ব্যবহার করতে হবে ।
ওয়েই চিয়েনকো বলেছেন , চীনের জুতা শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ হল বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান । তারা সরকারের কাছ থেকে কোনো রকমের ভর্তুকিপায়নি । তাদের ব্যবসায়ী তত্পরতা বাজার অর্থনীতিতে স্বাভাবিক । ই ইউ চীনের জুতা শিল্পের সঙ্গে সমান আচরণ করবে এবং চীনের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যাটি সমাধান করবে বলে তিনি আশা করেন ।
গত সপ্তাহে ই ইউ ৭ এপ্রিল থেকে চীনের জুতার উপর ২০ শতাংশের ডাম্পিং বিরোধী কর আদায় করার কথা ঘোষণা করেছে। উল্লেখ্য, ই ইউ চীনের জুতাজাত দ্রব্যের দ্বিতীয় রপ্তানী বাজার ।
|