মার্কিন নাম-করা লেখক স্টেইনবেকের জন্ম
১৯০২ সালের ২৭ ফেব্রুয়ারী মার্কিন নাম-করা লেখক জন স্টেইনবেক ক্যালেফোনিয়ায় জন্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকে তিনি গ্রামাঞ্চলে ছিলেন। তিনি কৃষকদের জীবন সম্পর্কে ভালোজানেন। উনবিংশ শতাব্দীর ৪০-এর দশকে তিনি ফ্যাস্যিবাদের বিরুদ্ধে অনেক বই লেখেন। ১৯৬২ সালে তিনি নোবেলসাহিত্য পুরস্কার পান। ১৯৬৮ সালের ডিসেম্বর মাসে তিনি মারা যান।
কুওমিনতাং সরকারের একটি অধিবেশনে চীনের ঐতিহ্যিক ঔষুধের ব্যবহার বাতিলের চেষ্টা করা হয়
১৯২৯ সালের ২৭ ফেব্রুয়ারী চীনের কুওমিনতাং কেন্দ্র সরকারের একটি অধিবেশনে চীনের ঐহিহ্যিক ঔষুধের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
মার্কিন নাম-করা ছায়াছবির নারী তারকা এলিজাবেথ টেইলরের জন্ম
১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারী লন্ডনে মার্কিন নাম-করা ছায়াছবির নারী তারকা এলিজাবেথ টেইলর জন্ম গ্রহণ করেন। মাত্র তিন বছর বয়সে তিনি ব্যালে নাচ শিখতে শুরু করেন। দ্বিতীয় মহা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি তাঁর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। তাঁর জীবনে তিনি তিন বার অসকার পুরস্কারের জন্যে মনোনীত হন। অবশেষে তিনি ' ছায়াছবির রানী' পদে ভূষিত হন।
হিটলার 'সংসদে অগ্নিকান্ড
১৯৩৩ সালের ২৭ ফেব্রুয়ারী জার্মানীর সংসদ ভবনে অগ্নিকান্ড ঘটে। গোটা ভবন পুরোপুরি ভস্মিভূত হয়। পলিশ ঘটনাস্থলের কাছে একজন যুবককে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে অগ্নি-সংযোগের অভিযোগ আনে।
লাল বাহিনী আর পশ্চিম বাহিনীর মধ্যে সমঝোতা
১৯৩৬ সালের ২৭ ফেব্রুয়ারী সিআনে চীনের কমিউনিষ্ট পাটির প্রতিনিধি হুওয়াং সি ইং এবং কুওমিনতাং প্রতিনিধি ইয়াং হু জেনের মধ্যে বৈঠক হয়। বৈঠকে দু'পক্ষ স্থির করে যে, জাপানী আগ্রাসন প্রতিরোধের মৌলিক নীতিতে দুই পাটির মধ্যে সংঘর্ষ বন্ধ হওয়া উচিত। জাপানী আগ্রাসনপ্রতিরোধ যুদ্ধের জন্যে দু'পক্ষ প্রস্তুতি নেয়। দু'পক্ষের মধ্যে মাঝামাঝা পরিস্থিতি নিয়ে এক সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়।
দেশব্যাপী নিরক্ষরতা দুরীকরণ আন্দোলন শুরু
১৯৫৮ সালের ২৭ ফেব্রুয়ারী পেইচিংএ চীনের শিক্ষা মন্ত্রণালয়, যুব লীগের কেন্দ্রীয় কমিটি, নিখিল চীন ট্রেড ইউনিয়ন, নিখিল চীন নারী ইউনিয়ন , নিরক্ষরতা দূরীকরণ সমিতির যৌথ উদ্যোগে দেশব্যাপী নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রমেরসারসংকলনের বিষয়ে সংকলন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চীনের তত্কালীণ প্রধান মন্ত্রী চৌ এন লাই এবং তত্কালীণ পররাষ্ট্র মন্ত্রী ছেন ই গুরুত্বপূর্ণ ভাষণ দেন। উভয় নেতা সারা দেশের ব্যাপক জনগণের উদ্দেশ্যে নিরক্ষরতা দূরীকরণ আন্দোলনে সক্রিয়ভাবেঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
প্রথম মার্কিনী কক্ষপথে প্রবেশ
১৯৬২ সালের ২৭ ফেব্রুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের নভোযান তিন বার পৃথিবী প্রদক্ষিণকরে। জন গেরী হলেন প্রথম নভোচারী যিনি মহাকাশে পরিভ্রমণ করেন। ১৯৯৮ সালে ৭৮ বছর বয়সী জন গেরী আবার নভোযানে চড়ে মহাকাশে পরিভ্রমণ করেন।
বৃটেনের বালিন ব্যাংক দেউলিয়া হয়
১৯৯৫ সালের ২৭ ফেব্রুয়ারী বৃটেনের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করে বৃটেনের বাণিজ্যিক বিনিয়োগ ব্যাংক---বালিন ব্যাংক ব্যবস্থাপনা সংকটের কারনে দেউলিয়া হয়।
চীন -মার্কিনসাংহাই ইস্তাহার স্বাক্ষরিত
১৯৭২ সালের ফেব্রুয়ারী মাসে তত্কালীণ মার্কিন প্রেসিডেন্ট নিকসন চীন সফর করার সময় দু'দেশের মধ্যে সাংহাই ইস্তাহার স্বাক্ষরিতহয়। ইস্তাহারে স্বীকার করা হয়, পৃথিবীতে মাত্র একটিই চীন আছে এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্র এক চীন নীতি অনুসরণ করে।
|