সিরিয়ার প্রেসিডেন্ট বাশার এল-আসাদ ২৬ ফেব্রুয়ারী দামাসকাসে সুদানের প্রেসিডেন্টের বিশেষ দূত মুস্তাফা ওসমান ইসমাইলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ সিরিয়া ও লেবাননের মধ্যেকার উত্তেজনা প্রশমিত করাসহ সংশ্লিষ্ট সমস্যাদি নিয়ে মত বিনিময় করেছে।
জানা গেছে, ইসমাইল বাশারের কাছে সুদানের প্রেসিডেন্ট আল-বাশিরের একটি চিঠি হস্তান্তর করেছেন। আল-বাশির বাশারের কাছে আগামী মাসের ২৮ থেকে ২৯ তারিখ পর্যন্ত সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিতব্য আরব লীগের শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
ইসমাইল ২৫ ফেব্রুয়ারী থেকে সিরিয়ায় দু'দিনব্যাপী সফর করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, তাঁর এই সফরের লক্ষ্য সিরিয়া ও লেবাননের সম্পর্ক প্রশমিত করার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বাধা দূর করার প্রয়াস চালানো। এর সঙ্গে সঙ্গে তিনি আশা করেন, আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে এ ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হতে পারে।
|