২৫ ফেব্রুয়ারী আইভরি কোস্টের একজন কর্মকর্তা স্বীকার করেছেন , ২৭ তারিখে সে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজধানী ইয়ামুসোক্রোতে দেশের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয় নিয়ে সম্মেলন আয়োজন করবেন ।
গত ডিসেম্বর মাসে আন্তর্বর্তিকালীন সরকার গঠিত হওয়ার পর আইভরি কোস্টের বিভিন্ন রাজনৈতিক দল এই প্রথমবার শান্তি প্রক্রিয়া নিয়ে সম্মেলন আয়োজন করছে ।
জানা গেছে , আইভরি কোস্টের প্রেসিডেন্ট লাউরেন্ট বাবো , আন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী চার্লস কোনান বানী , সাবেক সরকার বিরোধী দল বর্তমান "নতুন শক্তি দলের" নেতা সোরো এবং সরকার বিরোধী দলগুলোর নেতারা সম্মেলনে অংশগ্রহণ করবেন । সম্মেলনে নিরস্ত্রীকরণ , সাধারণ নির্বাচনের প্রস্তুতি এবং দেশের একায়ন বাস্তবায়ন ইত্যাদি সমস্যা নিয়ে পরামর্শ করা হবে ।
|