মেক্সিকোর সংশ্লিষ্ট বিভাগ ২৫ ফেব্রুয়ারি ঘোষণা করেছে যে, গ্যাস বিস্ফোরণের কারণে উত্তর মেক্সিকো কোয়াহুইলা রাজ্যের একটি খনিতে আটকা পড়া ৬৫ জন কর্মীর সবাই মারা গেছেন।
এই খনির মালিক মেক্সিকো খনিজ শিল্প কোম্পানির পরিচালক হাভিয়ের গার্সিয়া ডি কুয়েভেডো সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণ অত্যন্ত শক্তিশালী ছিলো বলে সকল খনিকর্মী সম্ভবত ইতোমধ্যে মারা গেছেন। মেক্সিকোর শ্রম মন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সংশ্লিষ্ট বিভাগ দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করবে।
|