 থাইল্যান্ডের নিরাপত্তা বিভাগ ২৫ ফেব্রুয়ারি জরুরী সম্মেলন আয়োজন করে ২৬ তারিখের সরকার-বিরোধী বিক্ষোভ মিছিল মোকাবেলার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে। এর লক্ষ্য বিক্ষোভ মিছিল সুশৃঙ্খলভাবে চালানো। একই দিনে প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার নেতৃত্বাধিন থাই রাক থাই পার্টি তাদের নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছে।
থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী, বিচার মন্ত্রী চিদচাই ভানাসাথিদিয়া একই দিনে বলেছেন, থাই পুলিশকে ২৬ তারিখের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের যথাযোগ্য নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মিছিল পরিচালনাকারীদের প্রতি নিরাপদে মিছিল চালিয়ে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করার দাবিও জানানো হয়েছে।
একই দিনে থাকসিন বেতারে ভাষন দিয়ে বলেছেন, নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন যে, জনগণের জীবনযাত্রার মান উন্নত করা হলো ভবিষ্যত্ সরকারের প্রধান কর্তব্য। আগামী মাসে তিনি থাই রাক থাই পার্টি নিয়ে সারা দেশে বিভিন্ন নির্বাচঈ প্রচারাভিযানে অংশ নেবেন।
|