২৫ ফেব্রুয়ারী মার্কিন প্রেসিডেন্ট বুশ ভারতের জাতীয় টি ভিকে বলেছেন , বর্তমানে মার্কিন-ভারত বেসামরিক পরমাণু শক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পথে বাধা আছে , তবে দু'দেশ এর জন্য প্রয়াস চালাচ্ছে।
বুশ বলেছেন , এই চুক্তির সংশ্লিষ্ট বিষয়ে দু'দেশের মধ্যে মত পার্থক্য আছে । তিনি জোর দিয়ে বলেছেন , ভারতের বেসামরিক ও সামরিক পরমাণু সরঞ্জামের পৃথক সংজ্ঞায়নের শর্তে যুক্তরাষ্ট্র ভারতের কাছে যে বেসামরিক পরমাণু প্রযুক্তি দেবে , তা দু'দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । বুশ আরও বলেছেন , যুক্তরাষ্ট্র ভারতের পরমাণু শক্তির চাহিদা বুঝে , ভারতের উচিত পরমাণু সরঞ্জামের পৃথক সংজ্ঞায়নের ব্যাপারে যু্ক্তরাষ্ট্রের উত্কন্ঠা বুঝা । তিনি বলেছেন , যুক্তরাষ্ট্র ও ভারত এই চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে ।
|