মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস যে মার্কিন -চীন সম্পর্ক যাচাই রিপোর্টপ্রকাশ করেছে , সে সম্পর্কে দেয়া এক সাক্ষাত্কারে চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র ছুং ছুয়েন ২৪ ফেব্রুয়ারী বলেছেন , অর্থনীতিরক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রেরপারস্পরিক পরিপূরকতা দুদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্থায়ী বিকাশের ভিত্তি । দুপক্ষের উচিত পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করা , যাতে দুদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্যে আরও ভাল পরিবেশ সৃষ্টি করা যায় ।
ছুং ছুয়েন আরও বলেছেন , চীন মনে করে যে , চীন-মার্কিন আর্থ-বানিজ্যিক সম্পর্কের দ্রুত বিকাশ দুদেশের জন্যেই বিরাট লাভ বয়ে এনেছে । দুদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কে স্থিতিশীলতারক্ষা করা চীন ও যুক্ত রাষ্ট্র দু'পক্ষের জন্যেই গুরুত্বপূর্ণও তাত্পর্যসম্পন্ন। চীন লক্ষ্য করেছে যে , যুক্ত রাষ্ট্রের রিপোর্টটিতে বিষয়টি পরিপূর্ণভাবে উপলব্ধি করা হয়েছে ।
ছুং ছুয়েন উল্লেখ করেছেন , বিশ্ববাণিজ্য সংস্থায় অন্তর্ভূক্ত হওয়ার পর চীন আন্তর্জাতিক নিয়ম অনুসারে মনোযোগের সঙ্গে নিজের প্রতিশ্রুতি পালন করে আসছে । মেধা স্বত্বের ব্যাপারে চীন যে অগ্রগতি হয়েছে তা স্পষ্ট । যুক্তরাষ্ট্রকে সার্বিকভাবে তা দেখতে হবে ।
ছুং ছুয়েন আরও বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিসংখ্যানে বিরাট পার্থক্য আছে , চীনে মার্কিন বাণিজ্যের ঘাটতি যুক্তরাষ্ট্র নিজেই বাড়িয়ে দিয়েছে ।
|