২৩ ফেব্রুয়ারী ই-ইউ চীনের তৈরী চামড়ার জুতার ওপর ডাম্পিং বিরোধী শুল্ক আদায় করার যে প্রস্তাব দিয়েছে , সুইডেনের জুতা শিল্পমহল তার তীব্র নিন্দা করেছে । সুইডেনের অধিকাংশ জুতা আমদানি কারক ও খুচরা বিক্রেতারা মনে করেন , ই-ইউ'র এই প্রস্তাব বাস্তবায়নের ফলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে ।
বৃহত্তম সুইডিশ জুতা শিল্পগ্রুপ নিলসন কোম্পানীর প্রধান ইনজিমার চার্লসন বলেছেন , চীনের তৈরী চামড়ার জুতার ওপর ডাম্পিং বিরোধী শুল্ক আদায় করার উদ্দেশ্য হল ই-ইউ'র সদস্য দেশগুলোর তৈরী জুতার রপ্তানি বাড়ানো । তবে চার্লসন মনে করেন চীনের তৈরী জুতার ওপর ই-ইউ'র শুল্ক আরোপের কারণে নিজের কোম্পানী ই-ইউ দেশের কাছ থেকে জুতা আমদানি করবে না ।
|