চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যান অনুযায়ী , বর্তমানে চীনের গ্রামাঞ্চলে লোকসংখ্যা দেশের মোট লোকসংখ্যার দুই তৃতীয়াংশ , কিন্তু তাদের পণ্য ভোগের পরিমাণ শুধু দেশের এক তৃতীয়াংশ । বাণিজ্য মন্ত্রণালয়ের বাজারের নির্মাণকাজ বিভাগের মহাপরিচালক লিয়াও চিয়েন ছেং এই মত প্রকাশ করেছেন যে , কৃষকদের কেনার সামর্থ্য দ্রুত বাড়বার সংগে সংগে গ্রামাঞ্চলের পণ্যভোগের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাবে ।
জরীপ অনুযায়ী , ২০০৫ সালে চীনের গ্রামাঞ্চলে কৃষকদের গড়পড়তা মাথাপিছু আয় ৩ হাজার ২ শো ইউয়ানে দাঁড়িয়েছে । তা ১৯৫৮ সালের তুলনায় ২ হাজার ৭ শো ইউয়ান বেশি হয়েছে । এ থেকে বোঝা যায় , গ্রামীণ বাজারের ব্যাপক অন্তর্নিহিত শক্তি আছে ।
|