২৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ব্যাংককে থাইল্যান্ডের কংগ্রেসের নিম্ন পরিষদকে বরখাস্ত ঘোষণা করেছেন। যাতে চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন নির্দিষ্টি সময়ের আগে করা যায়।
থাইল্যান্ডের বার্তা সংস্থার খবরে জানা গেছে, একই দিন বিকালে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ থাকসিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন। তাঁরা কংগ্রেসকে বরখাস্ত করা নিয়ে সংলাপ করেছেন। তারপর থাকসিন সিদ্ধান্ত ঘোষণা করেছেন। জানা গেছে, একই দিন রাত্রে থাকসিন টেলিভিশন ভাষণ দেবেন। এতে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করবেন।
|