দক্ষিণ কোরীয় পররাষ্ট্র ও বাণিজ্য উপমন্ত্রী ইউ মিউং হুয়েন ২৪ ফেব্রুয়ারী সিউলে বলেছেন , তিনি ৬ মার্চ জাপান সফর করবেন এবং জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী শোতারো ইয়াচির সংগে কৌশলগত সংলাপ করবেন ।
তিনি বলেছেন , এবারকার বৈঠক গত বছরের অক্টোবর মাসে সিউলে দুদেশের বৈঠকের ধারাবাহিকতা । দক্ষিণ কোরীয় বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় একই দিন বলেছে , এবারকার উপপররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয় ছাড়া কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা বিষয়ক ছ'পক্ষীয় বৈঠকের বিষয়েও আলোচনা করা হবে ।
গত কয়েক বছরে ঐতিহাসিক সমস্যা আর ভূভাগীয় বিবাদের কারণে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে ।
|