 চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ফেব্রুয়ারী ঘোষণা করেছে যে , ২০০৫ সালে চীনে চিকিত্সায় ব্যবহৃত ৯৫ শতাংশ স্বেচ্ছায় রক্ত দান থেকে এসেছে ।
একটি পরিসংখ্যান অনুযায়ী , স্বেচ্ছায় রক্ত দান চিকিত্সায় নিরাপদ রক্ত সরবরাহের ভিত্তি । স্বেচ্ছায় রক্ত দাতাদের মাধ্যমে এইডস রোগ আর যকৃতের প্রদাহের ভাইরাস সংক্রমণ রোধ করা যায় । এর সংগে সংগে স্বেচ্ছায় রক্ত দাতাদের রক্ত দান রোগীদের প্রয়োজন হলে নিরাপদ আর স্থিতিশীল রক্তের উত্সে পরিণত হবে ।
চীনে ১৯৯৮ সাল থেকে স্বেচ্ছায় রক্ত দানের ব্যবস্থা চালু হয়েছে । গত কয়েক বছরে স্বেচ্ছায় রক্ত দানের অনুপাত ক্রমাগত বেড়েছে ।
|