রাশিয়ার শক্তি সম্পদ বিষয়ক পরিচালক সের্গেই কিরিয়েনকো ২৪ ফেব্রুয়ারী ইরান সফর করছেন। তিনি ইরানের সঙ্গে রাশিয়ার উত্থাপিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যুক্ত শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আরো পরামর্শ করবেন।
ইরানের কর্তৃপক্ষের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সফরকালে কিরিয়েনকো ইরানের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় শক্তি সম্পদ সংস্থার চেয়ারম্যান আগাজাদেহ খোই প্রমুখ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং ইরানের প্রথম পারমাণবিক সম্পদ স্টেশন ---বুশেহ পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করবেন। এই কেন্দ্র রাশিয়ার সাহায্যে প্রতিষ্ঠিত হয়েছে।
|