ভারতের এশিয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল আর ভূটানের সীমান্ত অঞ্চলে ২৪ ফেব্রুয়ারী ভোরে রিখ্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায় নি।
ভারতের উত্তর-পূর্বাংশের মেঘালয় রাজ্যের ভূমিকম্প কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন, ভূমিকম্প স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারী রাত ১টা ৩৫ মিনিটে ঘটেছে, এর কিছু ক্ষণ পর আরেকবার সামান্য ভূকম্পোত্তর কম্পন হয়েছে। অনুমান অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে ভারত ও ভুটানের সীমান্ত এলাকা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম ও নাগাল্যান্ড প্রর্ভৃতি রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
|