 চীনের রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি দক্ষিণ চীনের কার্স্ট প্রকল্প অর্থাত্ এক বিশেষ ভৌগলিক বৈশিষ্ট্যকে ২০০৭ সালে চীনের বিশ্ব উত্তরাধিকার আবেদন প্রকল্প হিসেবে ধার্য করেছে । বিশেষজ্ঞদের যাচাই করার জন্য এই আবেদনের তথ্য আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর কাছে অর্পন করা হয়েছে ।
কার্স্ট, এক জাতের বিশেষ ভৌগলিক বৈশিষ্ট্য প্রধানতঃ ভূমধ্য সাগরের উপকূল , লাতিন আমেরিকা ও পূর্ব এশীয় অঞ্চল আর চীনের দক্ষিণাংশ ও দক্ষিণ-পশ্চিমাংশে বিন্যস্ত ।
|