২৪ ফেব্রুয়ারী দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে প্রকাশ , ভারত আর ইরান অব্যাহতভাবে এর আগে স্বাক্ষরিত প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনের দ্বিপাক্ষিক সহগযোগিতা বিষয়ক প্রতিশ্রুতি এবং ভারতের কাছে ইরানের প্রাকৃতিক গ্যাস সরবরাহ বিষয়ক প্রটোকল কার্যকরী করবে বলে পুনরায় ঘোষণা করেছে ।
খবরে প্রকাশ , ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহদি সাফারি ২৩ ফেব্রুয়ারী নয়াদিল্লীতে পৌঁছে ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী এম . কে . নারায়ানানসহ ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সংগে সাক্ষাত্ করেছেন । উভয় পক্ষ ইরান-পাকিস্তান-ভারত প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন বসানো সম্পর্কিত প্রতিশ্রুতি কার্যকরী করবে বলে পুনরায় ঘোষণা করেছে । উভয পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব গত বছরের জুন মাসে স্বাক্ষরিত প্রাকৃতিক গ্যাস চুক্তি অনুমোদন করতেও রাজী হয়েছে ।
|