বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের একটি পোশাক তৈরীর কারখানায় ২৩ ফেব্রুয়ারী রাতে একটি বয়লারের বিস্ফোরণে ওয়ার্কশপ বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৬৫জন নিহত এবং এক শোররও বেশি আহত হয়েছে। তাছাড়া বেশ কিছু সংখ্যক কর্মী নিখোঁজ রয়েছে।
বাংলাদেশের টেলিভিশন সূত্রে জানা গেছে, এবারকার বয়লারের বিস্ফোরণে কারখানায় আগুন লেগে যায়। দশ ঘন্টা চেষ্টার পরও দমকল বাহিনী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারে নি। অবশেষে সামরিক বাহিনীও সাহায্য দিয়েছে। স্থানীয় হাসপাতালে সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৩০জনের অবস্থা গুরুতর । নিহতদের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আছে।
|