ই ইউ'র বাণিজ্যিক কমিশনার পিটার ম্যানডেলসন ২৩ ফেব্রুয়ারী বলেছেন , ই ইউ পরিষদ ই ইউ'র সদস্য দেশগুলোর উদ্দেশ্যে ৭ এপ্রিল থেকে চীন আর ভিয়েত্নামের তৈরী চামড়ার জুতার প্রতি ৬ মাস মেয়াদী অস্থায়ী ডাম্পিং বিরোধী শুল্ক আদায় করার প্রস্তাব দিয়েছে ।
তিনি বলেছেন , সামনের ৬ মাসে ই ইউ চীন আর ভিয়েত্নাম থেকে আমদানিকৃত চামড়ার জুতার প্রতি আদায় করা ডাম্পিং বিরোধী শুল্ক ৪ শতাংশ থেকে ১৯.৪ শতাংশ আর ১৬.৮ শতাংশে বাড়বে । ছোটদের চামড়ার জুতা আর হাইটেক খেলার জুতা এই নতুন শুল্ক আদায়ের আওতায় অন্তর্ভুক্ত হবে না ।
এর আগের দিন প্রকাশিত ইউরোপীয় বাণিজ্য সমিতি আর ইউরোপীয় ক্রেতা সংস্থার একটি যুক্ত বিবৃতিতে চীন আর ভিয়েত্নাম থেকে আমদানিকৃত চামড়ার জুতার প্রতি ডাম্পিং বিরোধী শুল্ক আদায়ের বিরোধিতা করা হয়েছে ।
|