চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি উই ই ২৪ ফেব্রুয়ারী পেইচিংয়ে পুনরায় ঘোষণা করেছেন যে , তাইওয়ান কর্তৃপক্ষের নেতৃবৃন্দের একীকরণ বর্জন প্রক্রিয়ায় দুই তীরের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে । মূলভূভাগ এই পরিস্থিতি বিকাশের ওপর নিবিড় মনোযোগ দিচ্ছে ।
তিনি বলেছেন , এবছর থেকে দুই তীরের সম্পর্কে আরো বিকাশ অর্জিত হবার সংগে সংগে উদ্বেগমূলক পরিস্থিতিও দেখা দিয়েছে । তাইওয়ান কর্তৃপক্ষের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি উপেক্ষা করে ' দেশের একীকরণ সমিতি' আর দেশের একীকরণ কর্মসূচি' বাতিল করা হবে বলে ঘোষণা করেছেন । এটাই স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তির বিচ্ছিন্নতাবাদী তত্পরতার আরো বিস্তৃতির বিপদজনক সংকেত । তাতে যেমন দুই তীরের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে , তেমনি তাইওয়ানি স্বদেশীয়দের স্বার্থও ক্ষুন্ন হবে ।
গত শতাব্দির নব্বইয়ের দশকের প্রথম দিকে তাইওয়ান কর্তৃপক্ষের উদ্যোগে দেশের একীকরণ সমিতি প্রতিষ্ঠিত হয় । তাইওয়ান কর্তৃপক্ষের বর্তমান নেতৃবৃন্দ ক্ষমতাসীন হবার পর এই সমিতির প্রক্রিয়া মোটামুটি বন্ধ হয়েছে ।
|