কয়েক মাসের আলোচনা ও বৈঠকের মাধ্যমে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০ তম সম্মেলন ২৩ ফেব্রুয়ারী রূদ্ধ দ্বার পূর্নাঙ্গ অধিবেশন আয়োজন করেছে। এবারকার জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান জ্যান অ্যলিয়াসন উপস্থাপিত মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠা সংক্রান্ত নতুন খসড়া প্রস্তাব প্রকাশ করেছেন।
জানা গেছে, সম্ভাব্য মানবাধিকার পরিষদের ব্যাপকতা, পরিষদে অংশ নেয়ার মানদন্ড, সদস্য সৃষ্টি করার প্রক্রিয়া ইত্যাদি বিতর্কিত সমস্যার প্রতি কিছু আপোস করা হয়েছে। তাছাড়া আগেকার ভিত্তিতে বিভিন্ন আচার ও সভ্যতার সংলাপ জোরদার সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।
এর পর জাতিসংঘ মহাসচিব কফি আনান প্রকাশিত বিবৃতিতে জাতিসংঘের সকল সদস্যদেশের উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব খসড়া গৃহীত করার জোর তাগিদ জানিয়েছেন। তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, যদি জাতিসংঘ সাধারণ পরিষদ চূড়ান্ত এক মত হয় না, তাহলে জাতিসংঘের প্রভাবের ক্ষতি হবে। ফলে সকল দেশের নেতাদের প্রতিশ্রুতি দিতে হবে, না হয় মানবাধিকার ব্রত বিপর্যস্ত হবে। তিনি সকল সদস্যদেশের উদ্দেশ্যে অবিলম্বে সিদ্ধান্ত নেয়ার জোর আহ্বান জানিয়েছেন।
|