ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতা খালেদ মেশাল ২৩ ফেব্রুয়ারী বলেছেন, হামাস ইসরাইল ছাড়া অন্য সব দেশের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক।
মেশাল একইদিন একটি আরব বেতারের কাছে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, হামাস উন্মূক্ত দৃষ্টিভঙ্গী নিয়ে ফিলিস্তিনের স্বশাসন সরকারে প্রবেশ করবে। হামাস যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যে কোনো দেশের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। কিন্তু কখনও ইসরাইলের সঙ্গে আলোচনা করবে না।
অন্য খবরে প্রকাশ, ফিলিস্তিনের স্বশাসন সরকারের তত্ত্বাবধায়ক মন্ত্রী আহমেদ কুরেইয়া ২৩ ফেব্রুয়ারী বলেছেন, যদিও ফিলিস্তিন জাতীয় মুক্তি আন্দোলন ফাতাহর পুরোপুরিভাবে হামাসের মন্ত্রীসভা গঠনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে নি, তবুও ফাতাহের যৌথ সরকারে যোগদানের সম্ভাবনা খুব কম। ফাতাহর তার অভ্যন্তরীণ সংস্কার ও নিজস্ব গঠন চালানোর প্রচেষ্টা করবে।
বর্তমানে হামাস ফিলস্তিনের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মন্ত্রী সভা প্রতিষ্ঠা ব্যাপার নিয়ে আলোচনা করছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং আন্তর্জাতিক সমাজ বহুবার হামাসের উদ্দেশ্যে ইরসাইলের সঙ্গে শান্তি আলোচনা আয়োজনের আহবান জানিয়েছেন। কিন্তু হামাস তা করতে অস্বীকার করেছে।
|