দু'দিনব্যাপী আলোচনার পর শ্রীলংকার সরকার এবং তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার মধ্যকার শান্তি আলোচনা ২৩ ফেব্রুয়ারী জেনিভায় সমাপ্ত হয়েছে।
এবারকার আলোচনা ত্বরান্বিতকারী নরওয়ের শান্তি বিষয়ক বিশেষ দূত এরিক সোলহেইম আলোচনার পর একটি বিবৃতিতে বলেছেন, দু'পক্ষ আলোচনায় সার্বিকভাবে ২০০২ সালে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সশস্ত্র তত্পরতা বন্ধ করবে। তিনি আরো বলেছেন, দু'দিনব্যাপী আলোচনার মাধ্যমে দু'পক্ষ পারস্পরিক আস্থা বাড়িয়েছে।
এবারকার আলোচনা হচ্ছে ২০০৩ সালের এপ্রিল মাসের পর থেকে দু'পক্ষের মধ্যে আয়োজিত প্রথম সরাসরি আলোচনা। দু'পক্ষ ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জেনিভায় আরেকবার শান্তি আলোচনা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
|